জামালপুরে ফুলকড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশু সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি জামালপুর, দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরে ফুলকড়ি আসরের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশু সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ( শুক্রবার) জেলা শিল্পকলা একাডেমিতে “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়তে হবে” এই স্লোগানকে সামনে রেখে ফুলকুড়ি আসরের ৫০ বছর পুর্তিতে জামালপুর জেলা শাখার আয়োজনে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও শিশু সমাবেশ অনুষ্ঠিত  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(পিপিএম-সেবা) সৈয়দ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জন ডা.মোঃফজলুল হক।

এ সময় ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেব ফুলকুড়ি আসর জামালপুরের সভাপতি প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

ছোট্ট বালিকা’র কবিতার প্রতি উত্তরে প্রধান অতিথির বলেন যে,পুলিশ হল জনগণের বন্ধু, জনগণের জন্যই নিবেদিত প্রাণ। অতীতের বিভ্রান্তি গুলো ভুলে গিয়ে জনগণ কে বাংলাদেশ পুলিশ বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পরিশেষে ফুলকুড়ি জয়ন্তি বর্ষের উদযাপন উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানের পরিসমাপ্তিতে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতানের মধ্যে আমি অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ