মাদারগঞ্জে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

doinikjamalpurbarta

আবু রায়হান,মাদারগঞ্জ প্রতিনিধি 

ভারতের মহারাষ্ট্রে হিন্দু ধর্মগুরু-রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) – কে কটুক্তি করায় জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল সাড়ে ৯ টায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন  হেফাজত ইসলাম বাংলাদেশ  মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি  মোস্তফা কামাল। সঞ্চালনায় সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

বক্তব্য রাখেন জামালপুর জেলা জময়ঈতে ওলামা ইসলাম এর সাধারণ সম্পাদক  মুফতী শামছউদ্দিন,  জামালপুর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন,  উপজেলা শাখার সিনিয়র  সহ সভাপতি হাফেজ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ হাফেজ শফিকুল ইসলাম শামিম, হাফেজ সানাউল্লাহ,  সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী সহ নেতৃবৃন্দ। এ সময় হেফাজত ইসলামের হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ