চোরাই পথে আসা ইন্ডিয়ান ১২ বস্তা জিরা আটক।

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ (বড়)বাজারের জিরা ব্যবসায়ী শহিদুল ইসলামের চোরাই পথে আসা ইন্ডিয়ান ১২ বস্তা জিরা  আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।

শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজের উপর থেকে গোপন সংবাদের  ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ ১২ বস্তা জিরাসহ বেটারী চালিত অটো ও অটোর চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচর বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাজু মিয়ার দোকান থেকে বর্ডার ক্রস চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মালিক মোঃ শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বাজার সন্নিকটে মিয়া বাড়ি ব্রিজ উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) সাইফুল্লা ঘটনা সত্যতার নিশ্চিত করেছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ