Search
Close this search box.

চিন্তার চাষ, স্বাস্থ্য গবেষণায় শ্রেষ্ঠ গবেষক কেন্দুয়া জয়হরি স্প্রাই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

doinikjamalpurbarta

কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি :

বিভিন্ন বিষয়ের ওপর স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গবেষণামূলক কার্যক্রম ‘চিন্তার চাষ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ, কৃষি অর্থনীতি, সামাজিক সমস্যা, শিক্ষা, জীবন ও সংস্কৃতিসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা গবেষণা করে, সমাধান প্রস্তাব পরিবেশন করে থাকে।

শনিবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে, ৯ম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলনে, স্বাস্থ্য ক্যাটাগরিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) মো. ইমদাদুল হক তালুকদারের একমাত্র কন্যা স্বোপার্জিতা হক তালুকদার অধরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছে।

স্বোপার্জিতা হক তালুকদার অধরা, নেত্রকোনা জেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর খ শাখার শিক্ষার্থী। অধরা এই স্কুল তাঁর ১৫ তম স্কুল।

এর আগে সে কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল, সুইডেনের স্টকহোমে দুই বছর ও দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বলে জানা যায়।

স্বোপার্জিতা হক তালুকদার অধরা এমন সাফল্যের বিষয়ে, বাবা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইমদাদুল হক তালুকদার বলেন, আমার মেয়ে গবেষণায় খুবই আগ্রহী।

তার এ অর্জনে আমি অত্যন্ত গর্বিত। সবসময় চাই প্রত্যেকটি পিতাকে তাদের সন্তানরা সাফল্য ও মেধায় ছাড়িয়ে যাক। এটাই প্রত্যেক পিতার পিতৃত্বের প্রকৃত সাফল্য।

শনিবার দিনব্যাপী গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষ-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘৯ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

চিন্তার চাষ-এর চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ