Search
Close this search box.

শেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু শেরপুর প্রতিনিধি: সম্প্রতি শেরপুর জেলার বন্যার্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে শেরপুর জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ওইসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ক্যাম্প সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত এলাকায় স্পিডবোর্ডের মাধ্যমে দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতাসহ রান্না করা খাবার দেয়া হচ্ছে। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। বন্যার সময় বাড়ি ঘরে পানি থাকায় মহিলারা রান্না করতে পারে না, তাই আমরা রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

শেরপুরে গত কয়েকদিনের অতি বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় বন্যাকবলিত হয়। এতে প্রায় দুই লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ে। গত কয়েক দিনের পাহাড়ি ঢলে এ পর্যন্ত পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওসীফ বিন হোসেন সহ অন্যান্য সেনা সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ