জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ।

doinikjamalpurbarta

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন।

 

সড়ক অবরোধ করে সমাবেশ করায় প্রায় এক ঘন্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

 

সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া আক্তার, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির।

 

বক্তারা বলেন, সভাপতির পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ