মাদারগঞ্জে গ্রেফতার আতংকে ঘর ছাড়া আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী

doinikjamalpurbarta

 

 

আবু রায়হান,মাদারগঞ্জ প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে গ্রেফতার আতংকে ঘর ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা । গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এরপর থেকেই সারা দেশের ন্যায় জামালপরের মাদারগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা  নিস্ক্রিয় হয়ে যায়। আত্মগোপনে চলে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ শত,শত নেতাকর্মী। গত পহেলা অক্টোবর/২০২৪ ইং তারিখে আওয়ামী লীগের ১২ জন, ২ ও ৬ অক্টোবর ৩ জনসহ মোট ১৫ জন  নেতাকর্মীকে গ্রেফতার করা হয় ।

আটককৃতদের মধ্যে রয়েছেন পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছামিউল ইসলাম তিনি আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। চরপাকেরদহ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রুহুল আমীন, আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় হাসান,  ১২ জন রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আটকের অভিযানের পর থেকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

 

মাদারগঞ্জ উপজেলা, পৌর,ইউনিয়ন এবং ওয়ার্ডে ৩২ হাজার নেতাকর্মীর মধ্যে দায়িত্বশীল প্রায় হাজারো নেতাকর্মী গ্রেফতার আতংকে ঘর ছাড়া রয়েছেন।

আওয়ামী লীগপন্থী শিক্ষকরা অনেকেই ছুটি নিয়ে নিজেদের নিরাপদে থাকার জন্য ঘা ঢাকা দিয়েছেন।  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন গ্রেফতার আতংকে আমরা ঘর ছাড়া,  স্কুল কলেজ কিংবা কর্মস্থলে যেতে পারছি না, থাকতে পারছি না নিজ বাড়ীতে ও।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম জানান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর দায়েরকৃত নাশকতা মামলায় ১৫ জন কে আটক করা হয়েছে এবং আটককৃতরা জামালপুর জেলা কারাগারে রয়েছেন।  এ অভিযান অব্যাহত থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ