Search
Close this search box.

শ্রীবরদীতে শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে পুলিশ সুপারের শারদীয় শুভেচ্ছা বিনিময়।

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু,জেলা প্রতিনিধি শেরপুর : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে শ্রীবরদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান সহ সকল পূজা মন্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ, পুলিশ পরিদর্শন (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত আহবায়ক নব কুমার সাহা শম্ভু, সদস্য সচিব সেতু সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রণব সাহা, মাই টিভির সাংবাদিক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ