নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :
জামালপুর সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। দেবীকে বরণ করতে পূজা অর্চনায় ব্যস্ত পূজারী ও সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে, শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করতে দিন-রাত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী জামালপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসার ও পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়ে দিক নিদের্শনা মূলক পরামর্শ দেন। পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলেন। পূজা উদযাপনে কোন সমস্যা হলে প্রশাসনকে অবগত করতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপ- পরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী খানম
(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম (সার্বিক),জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক,জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।
আরো উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সেচ্ছাসেবী এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ জনগন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এবার জামালপুর সদর উপজেলায় ৪৬ টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা হচ্ছে।
জেলা প্রশাসকের পূজা মন্ডপে পরিদর্শনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ উৎসাহ বেড়েছে । মণ্ডপগুলোতে তার উপস্থিতি দেখে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, জেলা প্রশাসকের এই পরিদর্শন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজা উদযাপনে তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।