জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান’র নেতৃত্বে পূজামন্ডপ পরিদর্শন।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

জামালপুর সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। দেবীকে বরণ করতে পূজা অর্চনায় ব্যস্ত পূজারী ও সনাতন ধর্মাবলম্বীরা।

অদ্য (শুক্রবার)রাতে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সফল সভাপতি, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান ভাইয়ের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা

২০২৪ উপলক্ষে জামালপুর জেলা ছাত্রদল, যুবদল , স্বেচ্ছাসেবক দল,শহীদ জিয়া পরিষদ সহ জামালপুর শহরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডপে পরিদর্শনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ উৎসাহ বেড়েছে । মণ্ডপগুলোতে মো: সোহেল রানা খানের সুন্দর ব্যবস্থাপনা দেখে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা জানান, জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান রাজনৈতিক দলের প্রতিনিধি সেচ্ছাসেবী দল টির এই পরিদর্শন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজা উদযাপনে তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ