মাদারগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম 

doinikjamalpurbarta

আবু রায়হান,মাদারগঞ্জ প্রতিনিধি 

জামালপুরের মাদারগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।  শুক্রবার রাত সাড়ে ৮ টায় বালিজুড়ী বাজার ঠাকুরবাড়ি লক্ষী নারায়ন মন্দির, ঘোষপাড়া দূর্গা মন্দির, ঝালুপাড়া নাট মন্দির, সহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।

এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম, ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, মাদারগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অরুণ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ ডিবি পুলিশ, বিজিবি সদস্যবৃন্দ, থানা পুলিশ,  সাংবাদিকবৃন্দ এবং মন্দির কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।  জেলা পুলিশ সুপার বলেন প্রত্যেক পূজা মন্ডপে ২ জন পুলিশ সদস্য, ৬ জন আনসার সদস্য ছাড়াও বিএনপি এবং জামায়াত এর স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আশা করছি  শান্তিপূর্ণ ভাবে সনাতনধর্মালম্বীদের এ উৎসব সমাপ্ত হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ