Search
Close this search box.

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেরপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। ১৩ অক্টোবর রোববার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের আড়াইআনী পুকুর ঘাটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন পূজারীরা। সধবা নারীরা একে অপরকে পড়িয়েদেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। বির্সজনের সাথে সাথে আড়াইআনী পুকুর ঘাটে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা। ধূপময় হয়ে উঠে বির্সজন স্থল।

সনাতনী ভক্তরা জানান, সব কষ্ট দূর করে দেবী দুর্গা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এক বছর পর মা আবার আসবেন। আমরা মায়ের কাছে দেশ ও জাতির মঙ্গলার্থে প্রার্থনা করেছি। তিনি যেন সকলের উন্নতি আর প্রগতিতে আমাদের জীবন ভরিয়ে দেন। পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে। বন্ধ হোক সকল দাঙ্গা, হাঙ্গামা। সেই সাথে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন দেবী দুর্গার নিকট।

এ বছর শেরপুর জেলায় ১৬২টি মণ্ডপে হয়েছে দুর্গাপূজা। বিসর্জন কালে শহরের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের কিশোর-কিশোরী ও নারী-পুরুষসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ প্রতিমা বিসর্জন উপভোগ করেন। বিসর্জনের সময় নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ সদস্যদের পাশাপাশি পূজা কমিটির নিজস্ব ভলান্টিয়াররাও দায়িত্ব পালন করেছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে জানান, জেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসবকে পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ