Search
Close this search box.

গজনী অবকাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে সাবেক এমপি রুবেলের ত্রাণ সামগ্রী বিতরণ।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: গত কয়েকদিনের অবিরাম টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কংশা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে তারেক জিয়ার প্রজন্ম দলের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপি সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

১৪ ই অক্টোবর (সোমবার) দুপুরে গারো পাহাড়ের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে স্থানীয় আদিবাসী ও গ্রাম বাসীদের মাঝে এসব এান সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে সাবেক এমপি রুবেল বলেন,
বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে
এ পাহাড়ি অঞ্চলে পাথর মহল চালু করে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল।
এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা ভারতীয় বন্যহাতি, আমরা এ নিয়ে বিগত সময়ে সরকারের কাছে একাধিকবার হাতির তাণ্ডব প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। তবে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিএনপি সরকার বিগত সময়ে হাতির তান্ডব প্রতিরোধে এ পাহাড়ী অঞ্চলের মানুষের মাঝে প্রতি সপ্তাহে ডিজেল ও কেরোসিন বিতরণ করেছে।
আপনাদের যেকোনো সমস্যায় আমি সহ আমার দল বিএনপি কাজ করে যাবে।

এসময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত
আহব্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, কাংশা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন, শেরপুর জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি এ এইচ এম রাকিবুল আলম সৌরভ,
সাধারণ সম্পাদক মনিরুজামান শিমুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, ঝিনাইগাতী উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শিশির আহমেদ হৃদয়, মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, কাংশা ইউনিয়নের ৮ নং ওয়াড বিএনপির সভাপতি মাহা আলম, সাধারণ সম্পাদক নির্যাতিত নেতা মো কমল মিয়া, কাংশা ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি আব্দুল হালিম বাবুসহ
বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,
আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ