জামালপুর প্রতিনিধি,দৈনিক জামালপুর বার্তা:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলার মেলান্দহে উপজেলা, পৌর ও মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা
বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলান্দহ বাজার এলাকায় এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকী।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তামিম, লিখন খন্দকার, এম রুকনুজ্জামান রোকন, সোহেল খান, মোজাম্মেল আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মির্জা আজম জুলাই গণহত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী। এরআগে সে পিলখানা হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। জামালপুর-৩ আসনে সে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ভোট ডাকাতির মাধ্যমে।
তারা বলেন, শুধু মেলান্দহ-মাদারগঞ্জ নয়, সারা জেলাবাসী তার কাছে জিম্মি ছিল। এখন সময় এসেছে সুদে আসলে হিসাব করার। চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে মির্জা আজম যেসব অবৈধ সম্পদ গড়েছে সেসব সম্পদ সরকারি কোষাগারে জমা নিয়ে তাকে গ্রেপ্তারপূর্বক উপযুক্ত শাস্তির দাবি জানান বক্তারা।