অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি : গণঅধিকার পরিষদ সভাপতি নূর।

doinikjamalpurbarta

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি : গণঅধিকার পরিষদ সভাপতি নূর

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা জামালপুর :

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। রাষ্ট্র সংস্কারের জন্য। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করার জন্য। একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়ে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।

১৬ অক্টোবর বুধবারসন্ধ্যায় জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে সময়ের প্রয়োজন হবে গণপ্রতিনিধিত্বকারী সেই সকল রাজনৈতিক দল সেই সময়টুকু আপনাদের দিবে। বিএনপি, জামাত এবং গণঅধিকার পরিষদসহ রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামতের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করেন।

তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে। আপনারা যদি রাজনৈতিক দলগুলো থেকে দূরে সরে যান আপনাদের পরিনতিও কিন্তু মইন উদ্দিন, ফখরুদ্দিনদের মতো হতে পারে। কিন্তু আমরা চাই না তা হোক। কারণ আপনারা যদি ব্যর্থ হন তাহলে এই বাংলাদেশ আরেকটা নতুন সঙ্কটে পতিত হবে। কাজেই আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে চাই।

যমুনা সার কারখানা প্রসঙ্গে সাবেক ভিপি নূর বলেন, ষড়যন্ত্র করে যমুনা সার কারখানা বন্ধ করা হয়েছে বিদেশ থেকে সার আমদানি করার জন্য। আমদানি করা সার লুটপাট করে খাওয়ার জন্য। এই সার কারখানা অনতিবিলম্বে চালু করতে হবে।

সাধারণ নাগরিকদের অধিকার বাস্তবায়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে নুরুল হক নূর বলেন, জামালপুরসহ প্রতিটি জেলার মানুষ যেন তার নিজ জেলার সরকারি হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসা পায় সে জন্য হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে।

গরিব সাধারণ পরিবারের সন্তানেরা যাতে উচ্চশিক্ষা পায়, ভালো মানের শিক্ষা পায়, সেজন্য জেলা, উপজেলার স্কুলগুলোতে ভালোমানের শিক্ষক নিয়োগ দিতে হবে। উন্নয়ন শুধু শহরমুখী করলে হবে না। গ্রামের মানুষের কল্যাণে উন্নয়নের নতুন নীতিমালা তৈরি করতে হবে। এটিই হবে আগামীর নতুন বাংলাদের জনতার অধিকার।

জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেনের সভপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন।

জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেনে সঞ্চালনায় কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী এই গণসমাবেশে অংশ নেন।

গণঅধিকার পরিষদের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সভাপতি নুরুল হক নূর।

ছবি : এম.এইচ.রিয়াদ

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ