আওয়ামী সন্ত্রাসের গডফাদার সরোয়ার কর্তৃক গোপালপুর বাজার গরু-ছাগলের হাটের শেয়ার হোল্ডারদের বঞ্চিত করার পাঁয়তারা।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক,দৈনিক জামালপুর বার্তা:  সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন জনরোষের শিকার হয়ে গা ঢাকা দিয়েছে।

ঠিক তখন প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, অস্ত্রবাজির মহড়া চালিয়ে জনমনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জামালপুর সদর উপজেলার ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদধারী সরোয়ার হোসেন।

তার জুলুম নির্যাতনের হাত থেকে মুক্তি পাননি তার আপন ভাতিজীর জামাতা বাদল ও। প্রবাস ফেরত ভাতিজীর জামাতা বাদলকে ভুলিয়ে ভালিয়ে চলতি বছর গোপালপুর বাজার গরু-ছাগলের হাটের ইজারাদারী থেকে তাকে সরিয়ে কৌশলে তার টাকায় ইজারা হাতিয়ে নেন সরোয়ার।

হাটের ইজারামূল্য হিসেবে বাদলের বিশ লাখ টাকা লগ্নির বিপরীতে বাদলকে বিশটি শেয়ার দেয়ার কথা থাকলেও তার পরিবর্তে দশটি শেয়ার দেন প্রতারক সরোয়ার।

এদিকে ইজারা উঠিয়ে হিসাব না দিয়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কালক্ষেপণসহ নয়ছয় করে প্রায় ছয়মাস অতিবাহিত করে সরোয়ার।

এরপর ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর কিছুদিন গা ঢাকা দিলেও পরে বের হয়ে এলে এক নাশকতার মামলার আসামী হয় সরোয়ার।

মামলায় আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে পূণরায় হাটের দখল নিতে সন্ত্রাসীদের একত্র করে গোপালপুরে চালায় এক বিভীষিকাময় সন্ত্রাসী হামলা ও নৈরাজ্য।

এঘটনায় শেয়ার হোল্ডার একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

আরও জানা গেছে, জামালপুর সদর উপজেলার ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর গরু-ছাগলের হাটের ইজারাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন কর্তৃক হাটের শেয়ার হোল্ডারদের বঞ্চিত করার পাঁয়তারা করতে এখনও চালিয়ে যাচ্ছে হুমকি-ধমকিসহ নানামুখি ষড়যন্ত্র।

এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে জামাল উদ্দিন নামের একজন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু হামলা করেও ক্ষান্ত হননি সরোয়ারের সন্ত্রাসী বাহিনী।

শেয়ার হোল্ডারদের বঞ্চিত করে একাই পুরো বাজারের আধিপত্য ফিরে পেতে তার পোষ্য আওয়ামী সন্ত্রাসীবাহিনীকে শেয়ার হোল্ডারদের উপর লেলিয়ে দিয়েছে সে। অপরদিকে বঞ্চিতদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করে উল্টো বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টাও সম্পন্ন করেছেন সরোয়ার।

নানামুখী ষড়যন্ত্রে শেয়ার হোল্ডারদের বঞ্চিত করার ষোলকলা পূর্ণ করলেও গোপালপুরবাসী শেয়ার হোল্ডারদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ায় শেষ পর্যন্ত হালে পানি পাচ্ছেন না এই আওয়ামী সন্ত্রাসের গডফাদার সরোয়ার।

অপরদিকে আরও জানা গেছে, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতির পরিচয়ে দীর্ঘদিন ধরে এহেন অপকর্ম নেই যে তিনি করেননি।

সরোয়ারের সিরিয়াল অপকর্মের শিকার ও সাক্ষী গোপালপুর বাজারের জনগণ তাঁর বিরুদ্ধে এবার বিক্ষোভে ফুঁসে ওঠেছে।

নির্যাতন ও বঞ্চনার শিকার গরু-ছাগলের হাটের বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে মিথ্যা অভিযোগে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকায় সরোয়ারকে গোপালপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন গোপালপুরবাসী সাধারণ জনগণ।

এদিকে শেয়ার হোল্ডারদের দাবী আদায়ে ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রুস্তম আলীসহ শেয়ার হোল্ডার বাদল,নাজমুল, ডালিম ও ওসমানকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করায় আওয়ামী সন্ত্রাসের গডফাদার সরোয়ার ও তার অন্যতম সহযোগী মাসুদ, সুজন, কাদির, রাসেল ও ময়নাকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ