নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেন একই পরিবারের ৪

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু ধর্মাবলম্বী এক পরিবারের ৪ সদস্য। রবিবার দিবাগত রাত ১১টায় নও মুসলিম ওই ৪জন ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুর মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে মুফতি আমির হামজা কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ৪জন মোবারকপুর ইউনিয়নের নিরালা গুচ্ছগ্রামের আগের নাম শ্রী অসিৎ শীল, তাঁর বড় ছেলে শ্রী জয় শীল, ছোট ছেলে শ্রী বিজয় শীল ও মেয়ে শ্রীমতি বৃষ্টি শীল। শ্রী অসিৎ শীলের বর্তমান নাম মো. আব্দুর রহমান(৩৮), বড় ছেলে শ্রী জয় শীলের বর্তমান নাম মোঃ হুজাইফা(১৯), ছোট ছেলে শ্রী বিজয় শীলের বর্তমান নাম মোঃ খালিদুর রহমান(১৬) ও মেয়ে শ্রীমতি বৃষ্টি শীলের বর্তমান নাম মোসাঃ আয়েশা সিদ্দিকা(১১)।

মো. আব্দুর রহমান জানান, আমি হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করলেও অনেকদিন থেকে ইসলাম ধর্ম আমাকে ভালো লেগেছে। আমি ইসলাম ধর্মগ্রহণ করবো বিষয়টি পরিবারের সাথে আলোচনা করেছি কয়েকবার। আমার পরিবারের ৬জন সদস্যের মধ্যে আমি, মা, স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে। তাদের সাথে আলোচনা করেছি। আমার মা ও স্ত্রী ছাড়া আমি ও আমার ২ ছেলে ও এক মেয়ে আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি আমার সন্তানদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিনি।

সন্তানদের ইচ্ছায় তারা আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।তিনি আরো বলেন, আমি আমার স্ত্রী ও মা অনেক বুঝিয়েছি। তাঁরা আমার সাথে আসেনি। আশা করছি আল্লাহর রহমতে তারও ইসলামের পথে আসবে। তিনি বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম একমাত্র মুক্তি দিতে পারে। তাই আমি ও আমার ৩ সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ