শ্রীবরদীতে ব্যবসায়ীদের সাথে সাবেক এমপি রুবেলের শুভেচ্ছা ও মত বিনিময়।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী পৌর বাজারের কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শ্রীবরদী – ঝিনাইগাতি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। ২১ শে অক্টোবর (সোমবার) রাতে সমিতির কার্যালয়ে

এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিনালের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সমিতির সাবেক সভাপতি মো কুরবান আলী, শ্রীবরদী শিল্প বনিক সমিতির সহ-সভাপতি বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

 

এসময় অন্যানের মধ্যে শেরপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, এসএম সোহান, সমিতির অন্যতম সদস্য মো. চাঁন মিয়া, প্রণব সাহা, শ্রীবরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহব্বায়ক নব কুমার সাহা শম্ভুসহ সমিতির সকল সদস্য ও স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ