শেরপুর জেলা পুলিশের নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ উদ্বোধন করলেন ডিআইজি।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। ২২ অক্টোবর (মঙ্গলবার) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মূল ভবনের তৃতীয় তলায় নবনির্মিত ওই ‘সম্মেলন কক্ষ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

উদ্বোধনকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মো. শরিফুর রহমান বিপিএম, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদসহ রেঞ্জের অন্য ৩ জেলার পুলিশ সুপারগণ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টগণ ও রেঞ্জ-জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে উদ্বোধন উপলক্ষে নবনির্মিত ‘সম্মেলন কক্ষে’ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নবনির্মিত সম্মেলন কক্ষটি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের পরিকল্পনা ও সার্বিক দিক নির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে শেরপুর জেলা পুলিশ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ