শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবির) মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ১৪০ বোতল বিভিন্ন ব্র‍্যান্ডের মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রমজান আলী (২৪)
জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাস আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে ডিবির নবাগত ওসি সালেমুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার শফিকুর রহমান সজীবের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে অক্টোবর (শুক্রবার) বিকেলে শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় নৌহাটা মোড় সংলগ্ন বিসমিল্লাহ মেডিকেল হলের সামনে নালিতাবাড়ি হইতে জামালপুর গামী সরকারি রাস্তার উপর
গোপন সংবাদের ভিত্তিতে সিলভার রঙের
রেজি নং ঢাকা মেট্রো গ ২০-৮৪০১ নাম্বার ধারী
একটি প্রাইভেট কার তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় মদ সহ রমজান আলীকে আটক করে।

অভিযানের নেতৃত্বে থাকা উপ পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান সজীব জানায়, সোসের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেরপুরের সীমান্ত এলাকা থেকে একটি সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র প্রাইভেটকারে করে ভারতীয় মদ অন্যত্র নিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে সকাল থেকেই আমরা খোয়ারপাড় এলাকায় অবস্থান করি। পরবর্তীতে বিকাল বেলায় সিলভার রঙের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ছয় (৬)টি প্লাস্টিকের বস্তা থেকে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করি।

ডিবির নবাগত (ওসি) মো সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে। ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ