নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে উপজেলা প্রশাসন এবং বিএনপির নেতৃবৃন্দরা।

উপজেলা বিএনপির অভিযোগ হত্যা মামলার আসামিদের নিয়ে সমন্বয় সভা করায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। জেলা প্রশাসনের দাবি নালিতাবাড়িতে বিএনপি’র দুই গ্রুপ একই জায়গায় সমাবেশ দেওয়ায় আমরা ১৪৪ ধারা জারি করেছি।

জানা যায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার আসামী ৪ জন ইউপি চেয়ারম্যান মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। বিষয়টি পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা জানতে পেরে ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে হত্যা মামলার আসামীদের নিয়ে মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে আজ ২৭ অক্টোবর ( রোববার) বিক্ষোভ কর্মসূচী ঘোষণা দিয়েছিল নালিতাবাড়ী উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির অভিযোগ নালিতাবাড়ী উপজেলার নুন্নি ইউনিয়ন, যোগানিয়া ইউনিয়ন, রামচন্দ্রকুরা ইউনিয়ন সহ মোট পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসিক সমন্বয় সভা করেছিল। হত্যা মামলার আসামিদের নিয়ে একজন সরকারি অফিসার কিভাবে সমন্বয় সভা করতে পারে।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন জানান, ৫ আগস্ট এর পর মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।কিন্তু আমরা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে পারিনি। সমন্বয় সভায় কি করে হত্যা মামলার আসামীরা উপস্থিত থাকেন? কেন এখনো পর্যন্ত ওইসব চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়নি। এসব দাবীতে আমাদের বিক্ষোভ কর্মসূচী ছিল। ১৪৪ ধারা জারি করায় তা বাতিল করা হয়েছে। এসময় তিনি পুলিশের প্রতি অভিযোগ তুলে আরও বলেন, সম্প্রতি হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে অবৈধভাবে বালির উত্তোলন বন্ধ করায় বিএনপি’র নেতৃবৃন্দরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আদৌ মামলার আসামী কি না বিষয়টি আমার জানা ছিল না। তদুপরি তাদের গ্রেফতারের এখতিয়ার পুলিশের। তারা যদি মামলার আসামী হয়ে থাকেন তবে মামলার কপি প্রাপ্তি সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন বলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানিয়েছে বিএনপি’র দুই গ্রুপের সমাবেশ ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। তাই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ১৪৪ দ্বারা জারি করেছি

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ