মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্পসহ  ১০ দিনব্যাপী নানান  কর্মসূচী।

doinikjamalpurbarta

আবু রায়হান, মাদারগঞ্জ প্রতিনিধি জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  রোববার বেলা ১১ টা থেকে দিনব্যাপী গরিব,দুঃখী, দরিদ্র মানুষদের উপকৃত হওয়ার লক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেছ।

এ সময় উপজেলা,পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয়  কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান প্রায় ৫ শতাধিক রোগী দেখেছেন এবং মেডিসিন দিয়েছেন। পরবর্তী কর্মসূচী সোমবার মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ থাকবে ফ্রী রোগী দেখবে এবং শহর পরিছন্নতা অভিযান, বুধবার থেকে সপ্তাহ ব্যাপী ৭ টি ইউনিয়নে বৃক্ষরোপন করা হবে। সভা সমাবেশ না করে এই অর্থ গুলো আমরা জনকল্যাণে ব্যায় করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং বাস্তবায়ন হচ্ছে ।

ছবি সংযুক্ত

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ