Search
Close this search box.

যৌনপল্লী মা’দের পুনর্বাসনে সেমিনার অপরাজেয় বাংলাদেশ সংযোগ প্রকল্পের।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : যৌনপল্লী মা’দের পুনর্বাসন ও অর্থনৈতিক স্বাবলম্বী  করার লক্ষে সেমিনার করেছে অপরাজেয় বাংলাদেশ  সংযোগ সংযোগ প্রকল্প। এ উপলক্ষে সোমবার দুপুরে

শহরের আমলাপাড়া এলাকার  মহিলা বিষয়ক অধিদপ্তর হলরুমে সেমিনারের আয়োজন করা হয়।এতে

সভাপতিত্ব করেন,জরিনা মিয়ার উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ছামিউল হক।

সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন,সমন্বিত শিশু পুর্বাসন কেদ্রের কেইস ম্যানেজার ফারুক   হোসেন,অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখার সেন্টার ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম

সমাজকর্মী মো.আব্দুল মোতালেব বাদল,শিশু সুরক্ষা  কমিটির সহ সভাপতি  খন্দকার মোহাম্মদ  আলী,সৃষ্টিমহিলা উন্নয়ন সংস্থা  সভাপতি

সাঈদা আক্তার। এছাড়া সেমিনারে  উপস্থিত ছিলেন  সাংবাদিক,শিক্ষক,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,এন জি ও কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

দিনব্যাপি সেমিনারের আলোচ্য বিষয় ছিল যৌনকর্মীদের পুনর্বাসন,তাদের স্বাভাবিক জীবন যাপন,মৃত্যুর পরে কবর সৎকার,শিশুদের সুরক্ষা,বয়সি যৌনকর্মীদের কাজের ব্যবস্থা ও তাদের জীবন যাত্রার মান উন্নয়ন বৃদ্ধি করা।

সেমিনার পরিচালনা করেন ইউ এন উইমেনের কনসালটেন্ট বিন্দিয়া নাগ। সেমিনারটি ইউনাইটেড ন্যাশন ওমেন ইউ এন এর অর্থায়নে ও অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা বাস্তাবায়ন করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ