শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ১০ নভেম্বর (রোববার) সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে সপ্তাহব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
শেরপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও চালক শ্রমিক ইউনিয়ন এবং শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক, ড্রাম ট্রাক ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের অংশগ্রহণে ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সপ্তাহব্যাপী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় তিনি উপস্থিত সকল যানবাহন মালিক সমিতি ও চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, শেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়, বিভিন্ন পয়েন্ট ও সড়ক ব্যবস্থার শৃংঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি পাকিং না করার জন্য চালকদের আরো সচেতন হতে হবে। এছাড়াও ট্রাফিক আইন মেনে চলার জন্য চালক শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। এসময় অন্যান্যদের মধ্যে টিআই প্রশাসন মোঃ সোহেল রহমান, টিআই সৈয়দ মাহবুবুর রহমান, টিআই কার্তিক চন্দ্র পাল, সার্জেন্ট রুবেল, শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ ঘোষ, সদস্য সচিব রনজিৎ সিংহ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল আনোয়ার দিপু, বিআরটিএ ইউডিএ তাজমুন হাবিব, শেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, কার্যকরি সভাপতি মোঃ হুসেন আলী, সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, মঞ্জুরুল হক মনজিল, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আক্তার আলী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হকসহ বিভিন্ন যানবাহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।