পৌর কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অস্ত্র প্রদর্শনের মামলায় জামালপুর পৌর কৃষক লীগের সভাপতি হাসান আলীকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃষক লীগ নেতা হাসান আলী পাথালিয়া এলাকার মৃত হুরমুজ আলীর ছেলে।

শিশু মুনতাহা হত্যায় জড়িত সন্দেহে ৩ নারী আটক
মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এ ঘটনায় ১৭ আগস্ট জামালপুর থানায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র প্রদর্শনের মামলায় বিশেষ ক্ষমতা আইনে হাসান আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ