জামালপুরে আশা এনজিও কর্মীকে ধর্ষন চেষ্টায় নৈশ প্রহরী বিরুদ্ধে মামলা।
বিপুল মিয়া বিশেষ প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : জামালপুর সদর উপজেলার বেসরকারি সংস্থা(আশা) এনজিও নান্দিনা শাখার মাঠকর্মী তানিয়া আক্তার(২৮)কে ধর্ষন চেষ্টায় দরি হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরি শাকিল হোসেন(৩০)এর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা হয়েছে।
গত সোমবার মামলাটি দায়ের করেছেন ধর্ষন চেষ্টার শিকার তানিয়া আক্তার। মামলা সুত্র জানায়,রোবার দুপুর ১টার দিকে বেসরকারি সংস্থা আশা এনজিও কর্মী তানিয়া আক্তার কিস্তি আদায়ের জন্য দরিহামিদপুরের শেহড়াতলী এলাকার দেলোয়ার হোসনের পুত্র নৈশপ্রহরী শাকিল হোসেনের বাড়িতে যায়।
পরে এনজিও’র সদস্য শাকিলের মা শাহানাজ বেগমের কাছে ওই কর্মী কিস্তির টাকা চাইতেগেলে শাহানাজ বেগম তার ছেলে শাকিল হোসেনের কাছে পাঠিয়ে দিলে শাকিল হোসেন তার নিজ ঘরের দরজা আটকে দিয়ে ওই এনজিও কর্মীকে জাবরিয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে।পরে তানিয়ার ডাক চিৎকার স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন তাকে।
এ ব্যাপারে ধর্ষন চেষ্টার শিকার তানিয়া আক্তার বলেন,আমাকে ধর্ষন চেষ্টা করেই ক্ষান্ত হয়নি আমার কাছ থেকে শাকিল হোসেন কিস্তি তোলা নগদ টাকাসহ স্বর্নের গহনা ছিনিয়ে নেয়।এব্যাপারে রানাগাছা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য কেরামত উল্লাহ জানান,এর আগে ওই নৈশপ্রহরী শাকিল মিয়া তিনি যে প্রতিষ্ঠানে চাকুরী করেন সেই প্রতিষ্ঠানের তৃতীয় শেণির একজন শিক্ষার্থীকে ধর্ষন করেছিল।পরে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় শাকিল মিয়া রেহায় পায়।তিনি শাকিল মিয়া আসলেই খারাপ প্রকৃতির লোক।
এ ব্যাপারে বেসরকারি সংস্থা আশার রিজনাল ম্যানেজার মো.আবুল কালাম আজাদ বলেন,আমাদের কর্মীকে ধর্ষনের চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দেয়া হয়েছে,বিষয়টি এখন আইনই ব্যবস্থা করবে।