মোস্তাক বাদ রৌমারী জামায়াতের আমির হলেন অধ্যক্ষ হায়দার।

doinikjamalpurbarta

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো.হায়দার আলী।

আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য আমির নির্বাচিত হন তিনি। এতে উপজেলা জামায়াতের আমিরের পদ থেকে বাদ পড়লেন বর্তমান আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শনিবার (২৩নভেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করে জেলা জামায়াত। এর আগে গত ১৮নভেম্বর উপজেলা জামায়াতের ৩৩জন রোকন সদস্য তাঁদের গোপন ভোট প্রয়োগের মাধ্যমে আমির নির্বাচিত করেন।

রৌমারী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির হায়দার আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে ৩৩জন রোকন সদস্য তাঁদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

সাথী ভাইদের সঙ্গে নিয়ে আগামী দিনে জামায়াতকে সুসংগঠিত করা হবে বলেও জানান নবনির্বাচিত জামায়াতের এই নেতা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ