শাকিল হোসেন,দৈনিক জামালপুর বার্তা : জামালপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ফৌজদারী মোড়স্থ এই স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ মোঃ শহীদুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর একেএম জাওয়াদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ফ্রফেসর মোঃ রইস উদ্দিন, রেজিস্ট্রার মোঃ গোলাম মওলা। অন্যান্যের মধ্যে সরকারি আশেক মাহমুদ কলরজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে এবং ফিতাকেটে ভবনের উদ্বোধন করেন প্রধাস অতিথি। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।