নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : জামালপুর সদর উপজেলা শ্রীপুর এলাকায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত হয়েছে রবিউল (২৫)নামে এক যুবক।
এ ঘটনায় শনিবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনাটি ১৬ নভেম্বর দুপুরে উপজেলার শ্রীপুর এলাকায় ঘটেছে।
এলাকাবাসি সুত্র জানায়,শ্রীপুর এলাকার মকছেদ আলী তিনি ২০বছর আগে একমাত্র পুত্র রফিকুল ইসলামসহ চার কণ্যা মর্জিনা,জুলেখা,মরিয়ম ও আকলিমা বেগমকে রেখে মারা যান।
পরে ২০১৩ সালে রফিকুল ইসলাম তার চার বোনের ওয়ারিশ মেটাতে একটি রফাদফায় সমঝোতা হয়।পরে দুই বোন মর্জিনা ও জুলেখা বেগম সহোদর রফিকুলকে তাদের ওয়ারিশের অংশ লিখে দিলেও রেজি অফিস থেক ওই সময় পালিয়ে যান মরিয়ম ও আকলিমা বেগম।
ঘটনার দিন ১৬ নভেম্বর দুপুরে আকলিমার স্বামী সদর উপজেলার ভাগড়া ছোটিয়ারপাড় এলাকার খলিলুর রহমান বাদল নেতৃত্বদল রফিকুল ইসলাম ও তার পুত্র রবিউল ইসলাম তাদের জমির বোর মৌসুমের পাকা দান কাটা শেষে বাড়ির দিকে যাত্রাকালে পথের মধ্যে খলিলুর রহমান বাদল নেতৃত্বদল ওয়ারিশ সুত্রে পাওনা জমির জের ধরে রবিউল ইসলামকে পিটিয়ে গুরুত্বর আহত করে।
পর স্থানীয়রা রবিউল ইসলামকে উদ্ধার করে ওই দিনই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন তাকে। এ ব্যাপারে আহত রবিউল ইসলাম বলেন,আমার দুই ফুফুসহ তাদের লোকজনরা অনৈতিকভাবে আমাকে মারধর করেছে,আমি এর বিচার চাই।
ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ২১ নভেম্বর খলিলুররহমান বাদলসহ ৬ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার এসআই বিজন বলেন,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।