নিজস্ব প্রতিনিধি জামালপুর বার্তা : সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর -এর একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষঃ২০২৪-২৫) শিক্ষার্থীদের নবীন বরণ এবং পুনঃ নির্মিত পানাউল্লাহ্ আহমদ ছাত্রাবাস ও অডিটরিয়াম উদ্বোধন করা হয়ছে।
আজ(সোমবার)কলেজ মাঠে মুক্ত পরিবেশে নবীন বরণ অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জামালপুর সৈদয় রফিকুল ইসলাম ( পিপিএম-সেবা ) শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জামালপুর এর নির্বাহী প্রকৌশলী, মোঃ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুর এর উপ-পরিচালক ইকবাল-বিন-মতিন ও সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদ এর সাধারন সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম সহ সরকারি আশেক মাহমুদ কলেজ এর সকল শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠান শেষে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে পুনঃনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরবর্তীতে পুনঃনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়াম এর ফলক উম্মচণ করেন সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর মোঃ হারুন অর রশিদ। নবীন বরণ শেষে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।