জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয়ের অভিভাবক  শীর্ষক অবহিতকরণ সভা

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ব্র্যাকের উদ্যোগে কৈশোরের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ের অভিভাবক   শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে  পিটিআই আশার আলো অফিসের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। সনকান্দা ইয়ুথ  সহ সমন্বয়ক অলি ইসলামের সঞ্চালনায়

প্রধান  অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু মনোবিজ্ঞানী মৌসুমী আক্তার।  স্বাগত বক্তব্য রাখেন

ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার ।

বিশ জন অভিভাবক, ৬ জন ইয়ুথ সদস্য নিয়ে এ সভায় কার্যক্রম করা হয়।

এছাড়াও বক্তব্য দেন, ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিসুজ্জামান,   সরকারি আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সমন্বয়কারী নাহিদা আক্তার বৃষ্টি, পাথালিয়া ইয়ুথ সমন্বয়কারী  মিতু আক্তার ,কম্পোপুর  ইয়ুথ সহ সমন্বয়কারী আসমাউল ,গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা আক্তার, বাগেরহাটা জিয়া কলেজ ইয়ুথ সমন্বয়কারী কামরুন্নাহার কেয়া  ।সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য , অভিবাবকবৃন্দ।

বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ