শ্রীবরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশন মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মো.নাহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমির সুপারভাইজার মোশারফ হোসেন সাগর,বিদ্যালয়ের সাবেক সভাপতি মুরাদ আলী সরকার সাজু, শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাবার উদ্দিন সরকার রেজা।

এ সময় বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মাহবুবুর রহমান দুলাল, সিনিয়র সহকারী শিক্ষক ইজ্জত আলী, সহকারী শিক্ষক নুর ইসলাম, এডহক কমিটির শিক্ষা প্রতিনিধি সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য সাজু মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী, জন প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ