শ্রীবরদীতে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রমের ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনা শ্রীবরদী উপজেলার গর্বিত সন্তান শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রমের ৫৩ তম মৃত্যুবার্ষিকী ।

১০ ডিসেম্বর (মঙ্গলবার) শহীদ খুররমের স্মৃতি বিজড়িত জন্মভূমি উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মালামারি গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচির।

কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার বিকেলে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে ।

এ সময় কাকিলাকুড়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও গবরীকুড়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো.খলিলুর রহমান,কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম, শহীদ খুররমের জেঠাতো ভাই ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ,স্থানীয় সমাজসেবক আলহাজ্ব আব্দুল মোতালেব,সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন বাবুল মাস্টার, আব্দুল লতিফ, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেজ, শহীদ খুররমের ছোট ভাই শাহ শিবলী, সহকারী শিক্ষক জাহিদ সহ কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ