শেরপুরে ইজিবাইক চুরির দ্বন্দ্বের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতের কোনো এক সময় ব্যাটারি চালিত ইজিবাইক চুরির দ্বন্দ্বের জের ধরে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক ব্যক্তিকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে একটি খেতে ফেলে রেখে যায়।

সদর থানার পুলিশ ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টার দিকে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মোঃ দেলোয়ার হোসেন দেলু পেশায় একজন ইজিবাইক চালক ও সদর উপজেলার হরিনধরা পশ্চিমপাড়া গ্রামের জনৈক হাসমত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার হরিনধরা গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন দেলু পেশায় একজন ইজিবাইক চালক। সে বৃহস্পতিবার রাতে তার বসতবাড়ি থেকে বের হয়ে যায়। পরে দেলু রাতে আর বাড়ি ফিরেনি।

পরদিন শুক্রবার সকালে পার্শ্ববর্তী চরভাবনা কান্দাপাড়া গ্রামে দেলোয়ার হোসেন দেলুর শশুর বাড়ির কাছে একটি খেতের মধ্যে তার লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখেন এবং সদর থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত দেলোয়ার হোসেন দেলুর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, অটো চুরির দ্বন্দের জেরধরেই দেলোয়ার হোসেন দেলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন নিহত দেলোয়োর হোসেন দেলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ