শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় বেষ্টিত গজনী অবকাশ সংলগ্ন সীমান্ত জনপদের গান্ধীগাঁও উন্নয়ন সংঘের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ শে ডিসেম্বর (শুক্রবার) রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গান্ধীগাঁও নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।
স্থানীয় বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, শেরপুর জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, কাংশা ইউনিয়ন বিএনপি সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন সোহাগ, স্থানীয় বিএনপির সাধারন সম্পাদক ও বারবার নির্যাতিত নেতা কমল মিয়া, গজনী অবকাশ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রহিম, গজনী অবকাশের ইজারাদার ও গজনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কাংশা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া মোদী ক্রিকেটপ্রেমী সহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।