ব্র্যাকের উদ্যোগে ইয়ুথদের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ব্র্যাকের উদ্যোগে ইয়ুথদের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করেছে মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে।

সোমবার মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ইয়ুথ সদস্যদের তিন মাসের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।

প্রশিক্ষণ করান মা কম্পিউটার এন্ড টেনিং সেন্টারের প্রোঃ মো শাহা জালাল।

প্রশিক্ষণ গ্রহন করেন ছনকান্দা ইয়ুথ সহ সমন্বয়কারী অলি ইসলাম ফাহিম, সদস্য তানজিল মিয়া , সরকারি আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সদস্য ইশরাত জাহান ঝিনুক,পাথালিয়া ইয়ুথ সহ সমন্বয়কারী ফয়সাল আহমেদ, সদস্য হোসনে আরা বিথী।

বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।

প্রশিক্ষণের সার্ব্বিক সহযোগীতা করেন,
ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ