বান্ধব জামালপুর এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক ভার্চুয়াল গ্রুপ “বান্ধব জামালপুর” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গত ১০ জানুয়ারী শুক্রবার অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে এবং আড়ম্বরপূর্ণভাবে স্থানীয় স্টার কাবাব রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিজাত প্রীতিভোজের আয়োজন করা হয়।

মহতি এ আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বান্ধব জামালপুর” এর এডমিন প্যানেল, উপদেষ্টা ও সদস্যমন্ডলী এবং বান্ধব পরিবারের গর্বিত সদস্যবৃন্দ। তন্মধ্যে ফেসবুক ভার্চুয়াল গ্রুপ “বান্ধব জামালপুর” এর এডমিন ও প্রতিষ্ঠাতা মোস্তাফিদুল হাসান রিপন, মডারেটর আহসান কাদের বাবলু, রকিব উদ্দিন, সেলিম চৌধুরী, নিরু আনসারী, উপদেষ্টা খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শাহিনুর রহমান, সোমা সোবহান, কামরুন্নাহার পলিন, মুলতান, সদস্য খন্দকার লিপি, মীর মিঠু, মীর মাসুদ, তারেক ফেরদৌস, টুটুল, আশেক খান, উইলি, কামরুল, শহিদুর, জুয়েল, সাঈদ, সৈয়দ অপু, ফিরোজ, আসাদসহ আরো অনেকেই।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ