শেরপুরে বড় ভাই কর্তৃক মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যা, আটক ভাই

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ১০ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার দিকে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি কর্তৃক সহোদর মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি (২৭) কে পিটিয়ে আহত করার পর ১১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টার দিকে মারা যায়। এ ঘটনায় শেরপুর সদর থানার পুলিশ ঘাতক ওই ভাইকে আটক করেছে। আটককৃত জাহাঙ্গীর ওরফে জনি সদর উপজেলার তারাকান্দি গ্রামের জনৈক রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার পরদিন শনিবার সকালে আহত ছোট বোন জ্যোতি বাড়িতে মারা যায়।

পরে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে ঘাতক ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ