নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার(০২ ফেব্রুয়ারী) পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা/২০২৫ এর তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার, জামালপুর মহোদয়।
খেলা শেষে তৃতীয় স্থান নির্ধারণে বিজয়ী, রানার্স আপ,ম্যান অব দ্যা ম্যাচ এবং চ্যাম্পিয়নদের মধ্যে পুলিশ সুপার মহোদয় পুরস্কার ও ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।