জামালপুর প্রতিনিধি : জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল এক নাম মোঃ এম.এ. সুজন। তিনি জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম নাছিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত আব্দুন মান্নান একজন সরকারি চাকরিজীবী ও নাট্য অভিনেতা ছিলেন, যিনি অসংখ্য মঞ্চ নাটক ও যাত্রাপালায় অভিনয় করেছেন।
বাবার অনুপ্রেরণায়ই সুজন নাট্যাঙ্গনে পা রাখেন এবং বাবার সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেন।
স্কুলজীবনে “মানুষ গড়ার কারিগর” নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর জামালপুরের স্বনামধন্য নাট্যকার ও অভিনেতা অ্যাডভোকেট সামসুল হক-এর রচনা ও পরিচালনায় “ভুল যখন ভাঙলো” নাটকে অভিনয় করেন। ২০০৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা এস.এ. হক অলিক-এর নাটক “খোয়াব”-এ অভিনয়ের মাধ্যমে আরও পরিচিতি লাভ করেন।
এরপর তিনি গুণী লেখক ও পরিচালক রনশী মান্নান-এর “প্রেমচোর” টেলিফিল্মে অভিনয় করেন। এছাড়াও, মস্তুরাজের রচনা ও পরিচালনায় একাধিক টেলিফিল্মে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অন্যতম আলোচিত কাজ ছিল কামরুল আহসান সুজন রচিত ও সাব্বির এহসান মঞ্জু পরিচালিত “কুমারীর দ্বিতীয় প্রসব” টেলিফিল্ম, যেখানে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান।
দীর্ঘ বিরতির পর ২০২০ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি বিটিভির প্রযোজনায় ৩৯ পর্বের ধারাবাহিক নাটক “গুড়ে বালি”-তে দবির চরিত্রে অভিনয় করছেন। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বিটিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমীন আজাদ। নাটকটির শুটিং এখনো চলমান।
নাট্য ও সংগীত জগতে তাঁর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা সবার।