doinikjamalpurbarta

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারি রোজ শনিবার সকালে থেকে গজনী অবকাশে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি সভাপতি, চেয়ারম্যান ডিডিএফ জেনারেল হাসপাতাল ও প্রতিষ্ঠাতা বুলবুল জেনারেল হাসপাতাল এবং হযরত শাহজামাল (র:) জেনারেল হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল ইসলাম বুলবুল।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন -সহ-সভাপতি ইকরামুল হক লিটন, অধ্যাপক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট কামাল উদ্দিন, আশেক মাহমুদ শান্ত, অধ্যাপক নুরুদ্দিন,যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান সোহেল, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ফজলে রাব্বি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বাবু,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনার বিষয়ক সম্পাদক সাংবাদিক খাদেমুল ইসলাম,ক্রীড়া সম্পাদক ফেরদৌস তাসনিম বিপাশা, সাংস্কৃতিক সম্পাদক মুক্তারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ফরহাদ রেজা, ছাত্র কল্যাণ সম্পাদক সোহাগ ইমরান সহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন আমি দেওয়ানগঞ্জের সন্তান দীর্ঘদিনের ইচ্ছে ছিলো সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির যাত্রা শুরু করবো,
একদল স্বপ্নবাজদের নিয়ে আমাদের সেই যাত্রা শুরু হয়েছিলো। আজ তার পূর্ণতা পেয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে দেওয়ানগঞ্জের সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো এই সমিতি ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু করেছি।

দেওয়ানগঞ্জবাসীর কাছেও বেশ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা লাভ করছে, কাজের মাধ্যমে এই সমিতি প্রমাণ করবে তাদের সক্ষমতা।

এই কমিটির প্রতিটি সদস্য দেওয়ানগঞ্জের মানুষদের পাশে থেকে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে,এসময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ