বকশীগঞ্জে বিএনপি সম্মেলন ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধ: জামালপুরের বকশীগঞ্জে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা ও পৌর শাখার সম্মেলনকে ঘিরে বিএনপির দুইগ্রুপের পাল্টা পাল্টি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজার পথসভায় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এসসয় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কায়ুম,সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল,সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল , পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক এম শহীদুল্লাহ উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ প্রমুখ।

উপজেলা বিএনপির সম্মেলন সফল করো লক্ষ্যে আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান গামা, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপল্প সওদাগর সহ অনেকে। বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ বলেন আমরা কোন প্রকার মারামারি হানাহানি করতে দিব না । কেউ যদি মারামারির সাথে লিপ্ত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ