পলাশতলা যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

doinikjamalpurbarta

বিপুল হোসেন,নান্দিনা,দৈনিক জামালপুর বার্তা :

পলাশতলা যুবসমাজের উদ্যোগে এবং আদনান ডায়াগনো কমপেক্স এন্ড হসপিটালের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্ত পরীক্ষা,মা ও শিশু, পুরুষ-মহিলা এবং বিভিন্ন ধরনের রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সকাল ৯ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত প্রায় ৩৫০ এর অধিক রোগীর স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য সেবায় নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হচ্ছে। ক্যাম্ম্পেইনে মহিলা রোগীর সংখ্যা বেশি লক্ষ্য করা যায়।

রোগীদের রোগ নির্ণয় ও স্বাস্থ্য সেবা পরার্মশ প্রদান করেন
জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মোঃ আহসান হাবীব আদনান, ডাঃ আবিদা জাহান তামান্না, ডাঃ আদনান ডায়াগনো কমপেক্স এন্ড হসপিটালের আবাসিক অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান শুভ এবং ডাঃ মোঃ জিশান রহমান।

সেবা নিতে আসা রোগী নূরে আলম সিদ্দিক জানান, এখানে আমি এবং আমার গৃহিণী দাত এবং অন্যান্য সেবা নিতে আসছি। বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং ঔষধ দিতেছে। সাথে সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হচ্ছে।

মেডিকেল ক্যাম্পের আয়োজক ফারুক হোসেন জানান,প্রতি বছরের মত এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। এখানে মেডিসিন, মা ও শিশু রোগ এবং দাতের চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ দেয়া এবং রোগ নির্ণয় করা হচ্ছে। প্রত্যেক বছর এরকম কর্মসূচী আয়োজনের ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ