জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বকুলতলা থেকে এ মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, যুব নেতা খায়রুল ইসলাম লিয়ন, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ আট বছর ধরে জামালপুর জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ থাকলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তারা দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দ্রুত নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন  শহর বিএনপির সহ-সম্পাদক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের এজিএস মোহাব্বত হোসেন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন, মেলান্দহ উপজেলা মৎস্য জীবী দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেলান্দহ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আশেক এলাহী জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ