জামালপুরে ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে লাইট সংযোগ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে লাইট সংযোগের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন অংশ অন্ধকারে ঢাকা থাকায় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছিল।বিষয়টি কলেজ ছাত্রদলের নজরে আসে এবং তারা লাইট সংযোগের উদ্যোগ গ্রহন করে।

গতকাল(রবিবার)সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব সোহেল রানা খানের পরামর্শক্রমে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় ও ছাত্রদলের নেতাকর্মীরা মিলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই কাজটি সম্পন্ন করেছেন।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান জানিয়েছে, ভবিষ্যতে ক্যাম্পাসের অন্যান্য উন্নয়নমূলক কাজেও তারা অবদান রাখতে চায়।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃহারুন অর রশিদ ছাত্রদলের এই কাজকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে কলেজের উন্নয়ন ও অন্যান্য কাজেও ছাত্রদলের অংশগ্রহণ আশা করেছেন।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি তাদের নিরাপদ চলাচলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ