ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর ব্রীজ এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল- হুসনা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল বলেন সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দ্বায়ে নজরুল ইসলাম নামের ১ জনকে ৫ হাজার টাকা ও আবীর সাহা নামের আরেক জনকে পৌর এলাকায় অবৈধ ভাবে ট্রাক আনলোড করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল- হুসনা আরো বলেন- অবৈধ ভাবে বালু উত্তোলনে ভেকু মেশিনের দুই টি ব্যাটারি জব্দ করা হয়েছে।