ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধ : জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এর বিরুদ্ধে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার একটি সংবাদের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
সোমবার( ২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বকশীগঞ্জ থানায় নিজ কার্যালয়ে তিনি এই প্রেস বিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুর হাটি এলাকায় আবু সাইদ গং এর সাথে জমি নিয়ে একই এলাকার প্রেম কুমার ডোম গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।
এর জেরধরে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ সাথে প্রেম কুমার ডোমের লোকজনের হামলার ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
বিষয়টি নিয়ে প্রেম কুমার ডোম প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে মনগড়া বক্তব্য দিয়ে আসছেন। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় সাংবাদিক এমন সংবাদ প্রচার করছে।
এখানে একটি জমি নিয়ে তাদের ঝামেলা এটি নিয়ে কোর্টে মামলা চলছে, কোর্ট যাকে রায় দিবে সেটাই হবে।
জমি জমা নিয়ে আমরা কাউকে নির্দেশ দিতে পারিনা, কারো জমি দখল করা বা ছাড়িয়ে দেওয়া পুলিশের কাজ না। একটি বিষয় ক্ষতিয়ে দেখতে হবে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সংবাদটি প্রচার করলো কিনা তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের প্রবীন নেতা শ্রী রমেশ কর্মকার ও অনুপ কুমার সেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।