ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধ : জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি অবস্থিত আয়ান প্লাজায় এনআরবিসি (NRBC) ব্যাংকের উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ উপশাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোম মাসুদ রানা।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি’র ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান নাহিদুর রহমান ।
বকশীগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর,পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ আরো অনেকেই।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন এআরবিসি ব্যাংকে এরিয়া ইনচার্জ মাহাদি হাসান, শেরপুর উপ শাখার ইনচার্জ আল-আমিন ও নেত্রকোনা উপশাখার ইনচার্জ সুমন পাল ও বকশীগঞ্জ এনআরবিসি শাখার ম্যানেজার আয়েতে রাব্বি।