শাকিল হোসেন জামালপুর প্রতিনিধ: আজ ২৫ ফেব্রুয়ারি ( মঙ্গলবার ) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
৯ টি জেলার আংশগ্রহণের মাধ্যমে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে টি তে ফাইনালে জায়গা করে নেয় টাঙ্গাইল ও নেত্রকোনা অনূর্ধ্ব- ১৬ ক্রিকেট দল । ফাইনাল ম্যাচ টি তে টস জিতে টাঙ্গাইল কে ফিল্ডিং এ পাঠায় নেত্রকোনা । ৫০ ওভারের খেলায় টাঙ্গাইল এর নিয়ন্ত্রিত বোলিং এ ৪৭ ওভার ১ বলে ১২৯ রানে গুটিয়ে যায় নেত্রকোনা।
নেত্রকোনার দেওয়া টাঙ্গাইল এর সামনে ১৩০ রানের অল্প পুজি চেজ করতে নেমে রান তুলতে হিমসিম খায় টাঙ্গাইল। নেত্রকোনার বোলার আদনান এর স্পিন ঘূর্নিতে মাত্র ৯০ রানে অল আউট হয়ে যায় টাঙ্গাইল।
টাঙ্গাইল এর উপর বোলিং তাণ্ডব চালানো আদনান এর ১০ ওভারে ৪ টি ম্যাডেন ওভার ও ৬ উইকেট শিকারের উপর ভর করে ৪০ রানের জয় লাব করে নেত্রকোনা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সোহানুর রহমান সোহান এর সঞ্চালনায় জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব, আফরিন আক্তার মনি এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক জামালপুর হাছিনা বোগমের প্রতিনিধি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী দলের কাছে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইফতেখার ইউনুস।
টুর্নামেন্টটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ ( রেদুয়ান ) আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য, তৌহিদুর রহমান রামিম।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ(রেদুয়ান )জানান
ময়মনসিংহ বাসির প্রণের দাবি ময়মনসিংহ বিভাগ জাতীয় লীগ গুলোতে অংশগ্রহণ করবে যেটা হবে বলেও হয়নি এতো দিন। তিনি সকলকে আশ্বাস দিয়ে বলেন আগামী বছর থেকেই ময়মনসিংহ বিভাগ জাতীয় লীগে অংশ গ্রহন করবে।