জামালপুরে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

জামালপুরে

শাকিল হোসেন, দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরে ইউসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৫ (ময়মনসিংহ জোন)’র জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ফেব্রুয়ারি ( শুক্রবার )বিকেলে জিলা স্কুল মাঠে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জামালপুর জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

নির্ধারিত সময় খেলা শুরুর ৪ মিনিটেই গোল রক্ষক কে বোকা বানিয়ে জামালপুর এর জালে বল দেয় ময়মনসিংহ। প্রথম গোল খেয়ে ছন্ন ছাড়া হয়ে পড়ে জামালপুর। প্রথম আর্ধের ৪৫ মিনিটে জামালপুর কে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেই নি ময়মনসিংহ একে একে ৪ টি গোল হজম করে জামালপুর।

 

প্রথম আর্ধের বিরতি শেষে খোলস পাল্টে মাঠে নামে জামালপুর একের পর এক আক্রমণ করতে থাকে ময়মনসিংহ এর গোল পোস্টে। কিন্তু অতি আক্রমণাত্মক হতে যেয়ে আরো দুটি গোল হজম করতে হয় তাদের। সম্পূর্ণ খেলা শেষে জামালপুর কে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

জামালপু জেলা বিএনপি এর সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার, রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ ( রেদুয়ান ) জেলা ক্রীড়া অফিসার, আফরিন আক্তার মনি সহ আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য, তৌহিদুর রহমান রামিম।

খেলাটি সঞ্চচলনা করেন জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক, আরাফাত হোসেন শিশির

ফাইনাল খেলায় ম্যাচ রেফারি দ্বায়িত্ব পালন করেন বাফু রেফারি হাসান রেজা।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে জিলা স্কুল মাঠে ইউসিবি (বাফুফে) অনূর্ধ্ব-১৫ (ময়মনসিংহ জোন)’র জাতীয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। ইউসিবি (বাফুফে) অনূর্ধ্ব-১৫ এ খেলায় ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলা ও নেত্রকোনা জেলা অংশগ্রহণ করে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ